Dhaka ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 64

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার মো. জাকারিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জাকারিয়া ওই শিবিরের মৃত আলী জোহরের ছেলে। গতকাল ১৩ জুন বৃহস্পতিবার রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এ অভিযান চালায়। জাকারিয়া ওই শিবিরের মৃত আলী জোহরের ছেলে। কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়ানের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও র‌্যাব গোয়েন্দা সূত্রে তথ্য পায়, বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী গোষ্ঠী আরসার কতিপয় সদস্য নাশকতার জন্য মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে শিবিরে অবস্থান করছে। এমন খবরে রাতে ওই শিবিরে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলানোর সময় আরসা সন্ত্রাসী জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে তার স্বীকারোক্তি মতে পালংখালী ইউনিয়নের ঘাঁটি বিল থেকে জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, জাকারিয়া ২০১৭ মিয়ানমার থেকে বাংলাদেশে এসে সপরিবারে ওই শিবিরে বসবাস শুরু করেন। শুরুর দিকে তিনি আরসার নেট দল অর্থাৎ সংবাদদাতা এবং পরে গান গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন। এরপর ২০২৩ সালের শেষের দিকে ১০ নম্বর শিবিরের ব্লক-এফ/১৭ এর ব্লক কমান্ডার হিসেবে নিয়োগ পান। তার নেতৃত্বে আরসার অন্যান্য সদস্যরা শিবিরে অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সাধারণ রোহিঙ্গাদের নির্যাতনসহ বিভিন্ন অপরাধ করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দুবার কারাভোগও করেছেন।

Tag :

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার

কক্সবাজারে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

Update Time : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার মো. জাকারিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জাকারিয়া ওই শিবিরের মৃত আলী জোহরের ছেলে। গতকাল ১৩ জুন বৃহস্পতিবার রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এ অভিযান চালায়। জাকারিয়া ওই শিবিরের মৃত আলী জোহরের ছেলে। কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়ানের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও র‌্যাব গোয়েন্দা সূত্রে তথ্য পায়, বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী গোষ্ঠী আরসার কতিপয় সদস্য নাশকতার জন্য মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে শিবিরে অবস্থান করছে। এমন খবরে রাতে ওই শিবিরে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলানোর সময় আরসা সন্ত্রাসী জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে তার স্বীকারোক্তি মতে পালংখালী ইউনিয়নের ঘাঁটি বিল থেকে জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, জাকারিয়া ২০১৭ মিয়ানমার থেকে বাংলাদেশে এসে সপরিবারে ওই শিবিরে বসবাস শুরু করেন। শুরুর দিকে তিনি আরসার নেট দল অর্থাৎ সংবাদদাতা এবং পরে গান গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন। এরপর ২০২৩ সালের শেষের দিকে ১০ নম্বর শিবিরের ব্লক-এফ/১৭ এর ব্লক কমান্ডার হিসেবে নিয়োগ পান। তার নেতৃত্বে আরসার অন্যান্য সদস্যরা শিবিরে অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সাধারণ রোহিঙ্গাদের নির্যাতনসহ বিভিন্ন অপরাধ করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দুবার কারাভোগও করেছেন।