Dhaka ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • 85

সূর্যোদয় প্রতিবেদক: আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩১ বঙ্গাব্দ। প্রতি বছর দিনটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে উদযাপিত হয়। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা। রাজধানীবাসী বলছে, এ বছর ঢাকায় বৈশাখী মেলা তুলনামূলক কম বসেছে। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন তারা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া অ্যাভিনিউ, বনানী, গুলশান, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ী, দনিয়ায় নববর্ষ উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বৈশাখী মেলার আয়োজন করা হয়। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বৈশাখী মেলার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১৪ এপ্রিল রবিবার বিকালে পার্ক ঘুরে দেখা যায়, তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ মেলা উপভোগ করতে আসছেন। মেলায় লোক সংগীত, সাংস্কৃতিক পর্ব, চিত্রকর্মসহ নানা আয়োজন রয়েছে। তবে মেলার প্রধান আকর্ষণ নাগরদোলা কিংবা বায়োস্কোপ না থাকায় আক্ষেপ করেছেন অনেকে। আফসানা মিমি নামে এক তরুণী বলেন, ঢাকায় মেলা খুব কম হয়। বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হলেও এখানে সেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো নেই। পহেলা বৈশাখ উপলক্ষে শুধু খোলা জায়গা নয়, রাজধানীর বিভিন্ন পাঁচতারকা হোটেলেও নানা আয়োজন চলছে। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, র‌্যাডিসন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি, খাজানাসহ কয়েকটি রেস্তোরাঁয় উদযাপিত হচ্ছে নববর্ষ বরণ উৎসব। পাশাপাশি ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ অধিকাংশ ক্লাব নিজস্ব উদ্যোগে দিনটি পালন করছে।

Tag :
সর্বাধিক পঠিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা

Update Time : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

সূর্যোদয় প্রতিবেদক: আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩১ বঙ্গাব্দ। প্রতি বছর দিনটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে উদযাপিত হয়। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা। রাজধানীবাসী বলছে, এ বছর ঢাকায় বৈশাখী মেলা তুলনামূলক কম বসেছে। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন তারা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া অ্যাভিনিউ, বনানী, গুলশান, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ী, দনিয়ায় নববর্ষ উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বৈশাখী মেলার আয়োজন করা হয়। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বৈশাখী মেলার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১৪ এপ্রিল রবিবার বিকালে পার্ক ঘুরে দেখা যায়, তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ মেলা উপভোগ করতে আসছেন। মেলায় লোক সংগীত, সাংস্কৃতিক পর্ব, চিত্রকর্মসহ নানা আয়োজন রয়েছে। তবে মেলার প্রধান আকর্ষণ নাগরদোলা কিংবা বায়োস্কোপ না থাকায় আক্ষেপ করেছেন অনেকে। আফসানা মিমি নামে এক তরুণী বলেন, ঢাকায় মেলা খুব কম হয়। বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হলেও এখানে সেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো নেই। পহেলা বৈশাখ উপলক্ষে শুধু খোলা জায়গা নয়, রাজধানীর বিভিন্ন পাঁচতারকা হোটেলেও নানা আয়োজন চলছে। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, র‌্যাডিসন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি, খাজানাসহ কয়েকটি রেস্তোরাঁয় উদযাপিত হচ্ছে নববর্ষ বরণ উৎসব। পাশাপাশি ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ অধিকাংশ ক্লাব নিজস্ব উদ্যোগে দিনটি পালন করছে।