Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কাতারের ভিসা দেয়ার নামে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কাট্টলীর বিজয় নাথ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 77

ওমান ব্যুরো: ওমানের নিরীহ প্রবাসীদের থেকে কাতারের ভিসা দেয়ার নামে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়ে চট্টগ্রামের দক্ষিন কাট্টলীর বনিক পাড়া সংলগ্ন নাথ পাড়ার বিজয় নাথ এখন চট্টগ্রামে। ভুক্তভোগীরা উপায়ান্তর না পেয়ে দুতাবাসে অভিযোগ দিয়েছেন। জানা গেছে, প্রতারক বিজয় নাথ চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বশির শাহ মাজার এলারকার বনিক পাড়া সংলগ্ন মৃত নিগমানন্দ নাথ বাদলে ছোট ছেলে।

প্রতারক বিজয় নাথ বর্তমানে কাতারে পারি দেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। ভুক্তভোগীরা জানান প্রতারক বিজয় নাথ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানকালীন সেখানকার প্রবাসীদের কাতারে ভিসা দৌয়ার কথা বলে ৯ জনের কাছ থেকে ২২ লাখ সংগ্রহ করে। সবাই তাকে বিশ্বাস করে এবং তাদের লাখ লাখ টাকা তার হাতে তুলে দেয়। কিন্তু ওমান প্রবাসীদের সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে লোকচক্ষুর অন্তরালে সে ওমান থেকে কাতারে পালিয়ে যায়। তার এ প্রতারণার জন্য নিরীহ ভুক্তভোগীরা প্রতারক বিজয় নাথ এর বিরুদ্ধে দুতাবাসে অভিযোগ দায়ের করেন। জানা গেছে, বর্তমানে প্রতারক বিজয় নাথ বাংলাদেশে অবস্থান করে ভূয়া দলিলের মাধ্যমে অন্যের জমি বিক্রি করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে।

জানা গেছে, প্রতারক বিজয় নাথ বার বার স্থান পরিবর্তন করে নানাভাবে পরিচয় দিয়ে দেশি বিদেশীদের সাথে প্রতারনার সুযোগ গ্রহণ করে। প্রতারক বিজয় নাথের কাছে অর্থ খুইয়েছেন এমন ৯ ব্যক্তির সংগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে এ প্রতিবেদকের সংগে। ভুক্তভোগীরা দেশ ও প্রবাসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও কাতারস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার

কাতারের ভিসা দেয়ার নামে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কাট্টলীর বিজয় নাথ

Update Time : ০৭:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

ওমান ব্যুরো: ওমানের নিরীহ প্রবাসীদের থেকে কাতারের ভিসা দেয়ার নামে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়ে চট্টগ্রামের দক্ষিন কাট্টলীর বনিক পাড়া সংলগ্ন নাথ পাড়ার বিজয় নাথ এখন চট্টগ্রামে। ভুক্তভোগীরা উপায়ান্তর না পেয়ে দুতাবাসে অভিযোগ দিয়েছেন। জানা গেছে, প্রতারক বিজয় নাথ চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বশির শাহ মাজার এলারকার বনিক পাড়া সংলগ্ন মৃত নিগমানন্দ নাথ বাদলে ছোট ছেলে।

প্রতারক বিজয় নাথ বর্তমানে কাতারে পারি দেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। ভুক্তভোগীরা জানান প্রতারক বিজয় নাথ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানকালীন সেখানকার প্রবাসীদের কাতারে ভিসা দৌয়ার কথা বলে ৯ জনের কাছ থেকে ২২ লাখ সংগ্রহ করে। সবাই তাকে বিশ্বাস করে এবং তাদের লাখ লাখ টাকা তার হাতে তুলে দেয়। কিন্তু ওমান প্রবাসীদের সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে লোকচক্ষুর অন্তরালে সে ওমান থেকে কাতারে পালিয়ে যায়। তার এ প্রতারণার জন্য নিরীহ ভুক্তভোগীরা প্রতারক বিজয় নাথ এর বিরুদ্ধে দুতাবাসে অভিযোগ দায়ের করেন। জানা গেছে, বর্তমানে প্রতারক বিজয় নাথ বাংলাদেশে অবস্থান করে ভূয়া দলিলের মাধ্যমে অন্যের জমি বিক্রি করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে।

জানা গেছে, প্রতারক বিজয় নাথ বার বার স্থান পরিবর্তন করে নানাভাবে পরিচয় দিয়ে দেশি বিদেশীদের সাথে প্রতারনার সুযোগ গ্রহণ করে। প্রতারক বিজয় নাথের কাছে অর্থ খুইয়েছেন এমন ৯ ব্যক্তির সংগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে এ প্রতিবেদকের সংগে। ভুক্তভোগীরা দেশ ও প্রবাসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও কাতারস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।