Dhaka ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে চিহ্নিত অস্ত্র কারবারি ও মাদক ব্যবসায়ী

  • মিশু দাশ
  • Update Time : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • 66

মিশু দাশ: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৭ থানা ও ১২ ওয়ার্ড কমিটি ঘোষণা হয়েছে গভীররাতে। একমাস আগে সভাপতি-সম্পাদকের স্বাক্ষর করা ওই কমিটি ঘোষণা হয়েছে ১৩ মার্চ বুধবার দিবাগত রাতে। ওই কমিটি ঘোষনা নিয়ে চলছে বিতর্ক।

স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলোতে স্থান পেয়েছে চিহ্নিত অস্ত্র কারবারি ও মাদক ব্যবসায়ী।

জানা গেছে, গত বছরের ২৩ জুলাই ৩৯ কেজি গাঁজাসহ নগরের হালিশহর থানা এলাকা থেকে মো. সোহেলকে (২৯) আটক করে র‌্যাব-৭। তিনি পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকার মৃত. মো. ইদ্রিসের ছেলে। গাঁজাসহ আটকের পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তিনদিনের মাথায় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় তাকে। কারণ তখন তিনি দায়িত্বে ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদকের। কিন্তু রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক কারবার করা ওই যুবককেও আনা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটিতে।

তাকে দক্ষিণ পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৩ মার্চ বুধবার দিবাগত রাতে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ তাদের নিজস্ব ফেসবুক আইডিতে কমিটির তালিকাগুলো প্রকাশ করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে থানা পর্যায়ে ৭১ সদস্য ও ওয়ার্ড পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। তবে ঘোষিত কমিটিগুলোতে কিছু পদ খালি রাখা হয়েছে। আগামী তিন বছরের জন্য ঘোষিত হয়েছে এসব কমিটি। থানার মধ্যে ঘোষণা করা হয় চান্দগাঁও, চকবাজার, পতেঙ্গা, সদরঘাট, বন্দর, পাহাড়তলী ও আকবরশাহ থানা কমিটি। অন্যদিকে ১২টি ওয়ার্ড কমিটির মধ্যে বাগমনিরাম ওয়ার্ড, চকবাজার, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গা, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি, গোসাইলডাঙ্গা, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর , দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, উত্তর পাহাড়তলী ও উত্তর কাট্টলী ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

Tag :

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে চিহ্নিত অস্ত্র কারবারি ও মাদক ব্যবসায়ী

Update Time : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

মিশু দাশ: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৭ থানা ও ১২ ওয়ার্ড কমিটি ঘোষণা হয়েছে গভীররাতে। একমাস আগে সভাপতি-সম্পাদকের স্বাক্ষর করা ওই কমিটি ঘোষণা হয়েছে ১৩ মার্চ বুধবার দিবাগত রাতে। ওই কমিটি ঘোষনা নিয়ে চলছে বিতর্ক।

স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলোতে স্থান পেয়েছে চিহ্নিত অস্ত্র কারবারি ও মাদক ব্যবসায়ী।

জানা গেছে, গত বছরের ২৩ জুলাই ৩৯ কেজি গাঁজাসহ নগরের হালিশহর থানা এলাকা থেকে মো. সোহেলকে (২৯) আটক করে র‌্যাব-৭। তিনি পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকার মৃত. মো. ইদ্রিসের ছেলে। গাঁজাসহ আটকের পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তিনদিনের মাথায় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় তাকে। কারণ তখন তিনি দায়িত্বে ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদকের। কিন্তু রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক কারবার করা ওই যুবককেও আনা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটিতে।

তাকে দক্ষিণ পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৩ মার্চ বুধবার দিবাগত রাতে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ তাদের নিজস্ব ফেসবুক আইডিতে কমিটির তালিকাগুলো প্রকাশ করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে থানা পর্যায়ে ৭১ সদস্য ও ওয়ার্ড পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। তবে ঘোষিত কমিটিগুলোতে কিছু পদ খালি রাখা হয়েছে। আগামী তিন বছরের জন্য ঘোষিত হয়েছে এসব কমিটি। থানার মধ্যে ঘোষণা করা হয় চান্দগাঁও, চকবাজার, পতেঙ্গা, সদরঘাট, বন্দর, পাহাড়তলী ও আকবরশাহ থানা কমিটি। অন্যদিকে ১২টি ওয়ার্ড কমিটির মধ্যে বাগমনিরাম ওয়ার্ড, চকবাজার, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গা, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি, গোসাইলডাঙ্গা, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর , দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, উত্তর পাহাড়তলী ও উত্তর কাট্টলী ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।