সূর্যোদয় প্রতিবেদক, সাভার : আশুলিয়ায় বুড়িবাজার এলাকায় অবস্থিত নিউ শেফালী ক্ষুদ্র ব্যাবসায়ী কো-অপারেটিভ লিঃ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান গত ২০২২ সালের ১৪ নভেম্বর গ্রাহকের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় প্রায় ১শতাধিক গ্রাহক তাদের জমাকৃত টাকা ফেরত পেতে গত ১৫ নভেম্বর ২০২২ইং তারিখে প্রতিষ্ঠানটির বুড়িবাজার অফিসের সামনে হাজির হয়। এলাকাবাসী জানায়, গার্মেন্টস শ্রমিক সহ প্রায় ০১ সহস্রাধিক পরিবারের নিকট থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে এ চক্রটি। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ওমর ফারুক সকলের পক্ষ থেকে তাতক্ষনিক ভাবে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রী করে যাহার নং ১৬১০ তারিখঃ ১৯-১১-২০২২ ইং।
পরে থানায় আর ও একটি অভিযোগ ও দায়ের করেন ভূক্তভূগী সদস্যরা।এরই ধারাবাহিকতায় ভূক্তভূগী সদস্যরা জানান দীর্ঘ সাত মাস অতিবাহিত হলো,বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকটে আইনের সহায়তা চেয়ে ব্যর্থ হয়েছি। এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) জি ,এম, আসলামুজজামান দৈনিক সূর্যোদয়কে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ আমি পেয়েছিলাম, তবে তাহারা মামলার করার জন্য পরবর্তীত যোগাযোগ করে নাই। অভিযুক্তরা হলেন, ১, চিন্ময় কান্তি সিং (সভাপতি) ২, জ্যোতিন্ময় কান্তি সিংহ, (সেক্রেটারি ) ৩, প্রান্ত কান্তি সিংহ (কালেক্টর) ৪, তপতী কান্তি সিংহ (পরিচালক ) উভয়েই গোপালগঞ্জ জেলার টুংগিপাড়া থানার বালাভাংগা গ্রামের মৃত অন্নদা প্রসাদ সিংহের ছেলে এবং ৫, আবু বকর উক্ত প্রতিষ্টানের (ম্যানেজার)।