আনোয়ারের রহমান বাবুল : লক্ষীপুরে জমি সংক্রান্ত বিরোধ, রের্কড নিজের নামে করিয়ে হোসনেয়ারা নামে হতদরিদ্র এক মহিলার জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নুর-নবী বাচ্চু নামে এক আমেরিকা প্রবাসী প্রভাবশালীর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাচ্চু বলেন হোসনেয়ারা বেগম জমির ভূয়া দলিল দেখিয়ে নিজ সম্পত্তি দাবি করছেন। ভোক্তভোগি হোসনেয়ারা বেগম সদর উপজেলার পৌর ১২ নং ওয়ার্ড আবিরনগর গ্রামের আলীর আহমেদর স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত নুরনবী প্রকাশে বাচ্চু পৌর লাহারকান্দী ডিসি কলোনীর বাসিন্দা।
এ বিষয়ে সু-বিচার পেতে ভোক্তভোগি হোসনেয়ারা বেগম গত ১১ জুলাই লক্ষীপুর নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে বাচ্চু মিয়া ও তার ছেলে ছপ্পল,প্রতিবেশি শফিক ও অহিদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন, এবং জমির রের্কড সংশোধনীর জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে এস.এ.টি এ্যাক্টের ১৪৫ (এ) ধারায় একটি মামলা দায়ের করেন। সরেজমিনে গেলে জানা যায় যে,হোসনেয়ারা বেগম দীর্ঘ দিন থেকে পৌর আবিরনগর মৌজায় ২০১ নং খতিয়ানে ৫৫ নং দাগে ৪০ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ভুলবশত জমিটির রের্কড বাচ্চু মিয়া নামে এক ব্যাক্তির নামে হয়। যার সূত্র ধরে বাচ্চু মিয়া লোকজন নিয়ে ঐ বিরোধকৃত জমি দখল করা চেষ্টা করে এবং বিভিন্ন রকমে হুমকি দমকি প্রদান করেন। এদিকে অভিযুক্ত নুর-নবী বাচ্চু উল্টো অভিযোগ করে বলেন,জমির মূল মালিক আবদুল হামিদ থেকে জমিটি তিনি ক্রয় করেন। আবদুল হামিদ মারা যাওয়ার ১০ বছর পর হোসনেয়ারা বেগম আবদুল হামিদ এর স্ত্রী থেকে ছাপ-কবলা একটি দলিল করিয়ে নিজের নামে জমি দাবী করছে। তবে বিগত ৩ টি রের্কডে জমিটি আমাদের নামে এসেছে। অযথা বিভিন্ন মামলা করে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বাচ্চু মিয়া। অন্যদিকে হোসনেয়ারা বেগম বলেন, বাচ্ছু মিয়ার কোন দলিল নেই শুধুমাত্র রের্কড নিজের নামে করে আমাদের ওয়ারিশ এবং ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে। বাচ্ছু মিয়া প্রভাবশালী হওয়াতে আমরা কোথাও সু-বিচার পাচ্ছিনা। আমরা রেকর্ড সংশোধনের জন্য মামলা করার পর থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে আমি এর প্রতিকার চাই।
শিরোনাম:
লক্ষীপুরে হতদরিদ্রের জমি দখলের চেষ্টার অভিযোগ প্রভাবশালী বাচ্চু’র বিরুদ্ধে
- Reporter Name
- Update Time : ১১:৩৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- 48
Tag :
সর্বাধিক পঠিত