মোঃ বাবুল শেখ, স্টাফ রিপোর্টার : গত ১৪ জুলাই শুক্রবার র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১৪,৪৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত সুজন মোল্লা ফরিদপুর জেলার বাসিন্দা।
কোম্পানি অধিনায়ক র্যাব-৪, সিপিসি-২ লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান, এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।