Dhaka ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বেগমগঞ্জে ৮৭ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • 6476

বিজয়ের আলো ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জে ৮৭ ক্যান বিয়ার সহ দলিলুর রহমান প্রকাশ সুমন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। বুধবার রাতে লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জের বসন্তবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ৫ হাজার টাকার উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১১’র লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের ডাক্তার সামছুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১’র লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, লক্ষ্মীপুরের সীমান্তবর্তী নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় একদল মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা থেকে মাদক সংগ্রহ করে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এমন সংবাদে রাতে ওই এলাকায় অভিযানে নামে র‌্যাব-১১। এসময় বেগমগঞ্জের বসন্তবাগ গ্রামে জব্বর চেরাং এর বাড়ি থেকে মাদক ব্যবসায়ী দলিলুর রহমান প্রকাশ সুমনকে গ্রেফতার করে র‌্যাব-১১। এসময় তার বসতঘর থেকে ৮৭ ক্যান বিদেশী বিয়ার ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে মাদক এনে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করেন বলে স্বীকার করেন। এঘটনায় সুমনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর তাকে থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।

Tag :
সর্বাধিক পঠিত

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী

বেগমগঞ্জে ৮৭ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৯:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

বিজয়ের আলো ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জে ৮৭ ক্যান বিয়ার সহ দলিলুর রহমান প্রকাশ সুমন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। বুধবার রাতে লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জের বসন্তবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ৫ হাজার টাকার উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১১’র লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের ডাক্তার সামছুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১’র লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, লক্ষ্মীপুরের সীমান্তবর্তী নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় একদল মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা থেকে মাদক সংগ্রহ করে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এমন সংবাদে রাতে ওই এলাকায় অভিযানে নামে র‌্যাব-১১। এসময় বেগমগঞ্জের বসন্তবাগ গ্রামে জব্বর চেরাং এর বাড়ি থেকে মাদক ব্যবসায়ী দলিলুর রহমান প্রকাশ সুমনকে গ্রেফতার করে র‌্যাব-১১। এসময় তার বসতঘর থেকে ৮৭ ক্যান বিদেশী বিয়ার ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে মাদক এনে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করেন বলে স্বীকার করেন। এঘটনায় সুমনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর তাকে থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।