Dhaka ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২০ দিন পর আজ চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • 24

সূর্যোদয় প্রতিবেদক : কয়লা সংকটে বন্ধ হওয়া পায়রা বিদ্যুৎকেন্দ্র দীর্ঘ ২০ দিন পর ফের চালু হতে যাচ্ছে। আজ ২৫ জুন রোববার থেকে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে ফিরছে। এতে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে। উন্নতি হবে লোডশেডিং পরিস্থিতির। এর আগে, গত ৫ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়। কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় উৎপাদনে ফেরাতে ২৩ জুন শুক্রবার ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে। রোববার থেকে উৎপাদন শুরু হলেও ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি এখনই পূর্ণ–সক্ষমতায় উৎপাদনে যাচ্ছে না। প্রথমে উৎপাদনে আসবে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রথম ইউনিট থেকে আংশিক সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিদ্যুৎকেন্দ্রটির একাধিক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য শুক্রবার থেকে যন্ত্রপাতির কিছু আনুষঙ্গিক পরীক্ষা–নিরীক্ষা চালানো হয়। পায়রা বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, আমরা রোববার সকাল বা বিকেলের দিকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করতে পারব। আশা করি সামনের দিনগুলোতে এই বিদ্যুৎকেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে পারব।

শুক্রবার আনা কয়লা দিয়ে কত দিন চলবে জানতে চাইলে এ এম খোরশেদুল আলম বলেন, এখন আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেশ কমে গেছে। সামনে কোরবানির সময় ছুটি থাকায় শিল্প–কারখানায় বিদ্যুতের চাহিদা থাকবে কম। এই জন্য আমার প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাব না। আগামী ২৯ তারিখে কয়লার আরেকটি জাহাজ আসবে এবং এইভাবে আসতে থাকবে। প্রয়োজন হলে বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সক্ষমতা ব্যবহার করা হবে। উল্লেখ্য, কয়লা সংকটের কারণে গত ২৫ মে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়। পরে ৫ জুন অবশিষ্ট ইউনিটটি বন্ধ হওয়ার মধ্য দিয়ে পুরোপুরিভাবে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন প্রথমবারের মতো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

Tag :
সর্বাধিক পঠিত

গত ১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে: মির্জা ফখরুল

২০ দিন পর আজ চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

Update Time : ১২:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : কয়লা সংকটে বন্ধ হওয়া পায়রা বিদ্যুৎকেন্দ্র দীর্ঘ ২০ দিন পর ফের চালু হতে যাচ্ছে। আজ ২৫ জুন রোববার থেকে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে ফিরছে। এতে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে। উন্নতি হবে লোডশেডিং পরিস্থিতির। এর আগে, গত ৫ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়। কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় উৎপাদনে ফেরাতে ২৩ জুন শুক্রবার ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে। রোববার থেকে উৎপাদন শুরু হলেও ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি এখনই পূর্ণ–সক্ষমতায় উৎপাদনে যাচ্ছে না। প্রথমে উৎপাদনে আসবে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রথম ইউনিট থেকে আংশিক সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিদ্যুৎকেন্দ্রটির একাধিক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য শুক্রবার থেকে যন্ত্রপাতির কিছু আনুষঙ্গিক পরীক্ষা–নিরীক্ষা চালানো হয়। পায়রা বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, আমরা রোববার সকাল বা বিকেলের দিকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করতে পারব। আশা করি সামনের দিনগুলোতে এই বিদ্যুৎকেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে পারব।

শুক্রবার আনা কয়লা দিয়ে কত দিন চলবে জানতে চাইলে এ এম খোরশেদুল আলম বলেন, এখন আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেশ কমে গেছে। সামনে কোরবানির সময় ছুটি থাকায় শিল্প–কারখানায় বিদ্যুতের চাহিদা থাকবে কম। এই জন্য আমার প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাব না। আগামী ২৯ তারিখে কয়লার আরেকটি জাহাজ আসবে এবং এইভাবে আসতে থাকবে। প্রয়োজন হলে বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সক্ষমতা ব্যবহার করা হবে। উল্লেখ্য, কয়লা সংকটের কারণে গত ২৫ মে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়। পরে ৫ জুন অবশিষ্ট ইউনিটটি বন্ধ হওয়ার মধ্য দিয়ে পুরোপুরিভাবে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন প্রথমবারের মতো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।