সূর্যোদয় রিপোর্ট : কুমিল্লা মেঘনা উপজেলার ২নং মানিকারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন খন্দকার এবং ইউপি সদস্য দুই ইউপি সদস্য খবির হোসেন ও আখতারুজ্জামান এর বিরুদ্ধে হোল্ডিং প্লেটের নামে গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে দৈনিক সূর্যোদয়ে সংবাদ প্রকাশিত হলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
জানা গেছে, যারা মানববন্ধন অংশ নিয়েছেন তারা কেউ জানেন না কি বিষয়ে মানববন্ধন হচ্ছে। এলাকাবাসী জানায়, গত ৯ জুন শুক্রবার মানিকারচর ইউনিয়নে হোল্ডিং প্লেটের নামে অর্থ হাতিয়ে নেয়ার শিরোনামে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্ষনে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদে ১৫ জুন বৃহস্পতিবার সকালে মানিকারচর ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা স্বীকার করে বলেছেন , মানিকারচর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন খন্দকার হোল্ডিং প্লেট বাবদ দুই শত টাকা করে নিয়েছেন এবং এই টাকার মানি রিসিটও দিয়েছেন। এ নিয়ে সংবাদ প্রচারের দায়ে দৈনিক সূর্যোদয় পত্রিকার বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ব্যাপারে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার দৈনিক সূর্যোদয়কে মুঠোফোনে বলেন, নির্বাচিত চেয়ারম্যান ছাড়া হোল্ডিং প্লেট বাবদ কোন টাকা আদায় করার আইনগত ভিত্তি নেই।