সূর্যোদয় প্রতিবেদক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খানের নামাজে জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন শনিবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর নেতা আ. স. ম. আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকিসহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
নামাজে জানাজা শেষে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এই নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বায়তুল মোকারম প্রাঙ্গণ থেকে তার মরদেহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। সিরাজুল আলম খানের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৯ জুন শুক্রবার দুপুরে তিনি মারা যান।