কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্ধ হয়ে যাওয়া যান চলাচল ২ ঘণ্টা পর শুরু হয়েছে। ৬ মে মঙ্গলবার সকাল ১০টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়, বেলা ১২টার দিকে যান চলাচল শুরু হয়। এতে মহাসড়কের চট্টগ্রাম লেনে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাড়ে ১১টার দিকে উভয় পক্ষ মহাসড়ক ত্যাগ করে। বেলা ১২টার দিকে যান চলাচল শুরু করা হয়।
প্রসঙ্গত, ৬ জুন মঙ্গলবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১২ টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের গ্রুপের সঙ্গে তার বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ জানান, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শো-ডাউনের আয়োজন করে। এতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।