লক্ষ্মীপুর প্রতিনিধি :
এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার করেছেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু। মঙ্গলবার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর তালিমুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও উত্তরপূর্ব পাঁচপাড়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল ও সাইফুর রহমান জিকু, আনিক রহমান, কাউছার আহম্মদ রিয়াজ, রমজান পাটোয়ারী, খাঁন সুজন, এম সজিব, জিদান, রাব্বানী, রুবেল, রাজু, ইমন প্রমূখ।
কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে ইফতার আয়োজনের কর্মসূচি অব্যাহত থাকবে।