সাভার প্রতিনিধি : ঢাকা জেলার নাগরিক তথ্য সংগ্রহকারী কর্মকর্তা হিসেবে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন,সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোঃ হাসান সিকদার। নাগরিক তথ্য সংগ্রহকারী কর্মকর্তা ও এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সোমবার (২২ মে) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ নাগরিক তথ্য সংগ্রহকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।
মোঃ হাসান সিকদার গোপালগঞ্জ জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মোঃ আহাদ আলী সিকদারের পুত্র। তিনি ২০২১ সালে এসআই (নি:) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ২০২২ সালের ১৬ জুলাই ঢাকা জেলার সাভার মডেল থানায় যোগদান করেন। এখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নাগরিক তথ্য সংগ্রহ করে বেশ সুনাম অর্জন করেছেন। তারই ফলশ্রæতি হিসেবে তিনি এবার নাগরিক তথ্য সংগ্রহকারী কর্মকর্তা হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন।
এ ব্যাপারে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাসান সিকদার দৈনিক সূর্যোদয়কে বলেন, যে কোন ধরণের পুরস্কার কাজের গতি বৃদ্ধি ও উৎসাহ প্রদান করে। এ গৌরব আমার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যের। এ পুরস্কার আমি থানার প্রত্যেক সদস্যের প্রতি উৎসর্গ করছি। আমাকে ঢাকা জেলা নাগরিক তথ্য সংগ্রহকারী কর্মকর্তা,শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) স্যার, সার্কেল স্যার, ওসি স্যার ও তদন্ত ওসি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।