সূর্যোদয় প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখা এখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে এটি এখন ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। তাই বিশেষ বিজ্ঞপ্তি আর প্রকাশ করবে না বলে আবহাওয়া অধিদপ্তর ১৪ মে রোববার রাতে এমন তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর আরও জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ ১৪ মে সন্ধ্যা ৬টায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে ও দুর্বল হয়ে মিয়ানমারে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর (পুনঃ) স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে আট নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর (পুনঃ) স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর (পুনঃ) স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।