Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে আনোয়ারার বটতলী ইউপি চেয়ারম্যান মান্নান বরখাস্ত

  • আপডেট: ০৬:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • 1399

চট্টগ্রাম ব্যুরো : দুর্নীতি ও অনিয়মের দায়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ১৩ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভিজিডি, কাবিখা, কাবিটা ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির ১৬ লক্ষ টাকা আত্মসাৎ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্মানি ভাতা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর তদন্তে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় দায়িত্ব পালন করা তার সমীচীন হবে না। তাই জনস্বার্থে আব্দুল মান্নান চৌধুরীর পদটি শূন্য ঘোষণা করা হলো। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনানুযায়ী শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির আদেশও দেওয়া হয়।

সর্বাধিক পঠিত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব

দুর্নীতির দায়ে আনোয়ারার বটতলী ইউপি চেয়ারম্যান মান্নান বরখাস্ত

আপডেট: ০৬:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : দুর্নীতি ও অনিয়মের দায়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ১৩ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভিজিডি, কাবিখা, কাবিটা ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির ১৬ লক্ষ টাকা আত্মসাৎ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্মানি ভাতা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর তদন্তে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় দায়িত্ব পালন করা তার সমীচীন হবে না। তাই জনস্বার্থে আব্দুল মান্নান চৌধুরীর পদটি শূন্য ঘোষণা করা হলো। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনানুযায়ী শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির আদেশও দেওয়া হয়।