চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ রেঞ্জের দাউদের টিলা এলাকায় রাস্তা কেটে মাটি বিক্রি করে যাচ্ছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার রাতে বড় বেতুয়া এলাকায় মানুষের চলাচলের রাস্তার মাটি কেটে ৭ টি ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর প্রতিরোধের মূখে মাটি কাটার ভেকু ফেলে ফালিয়ে যায় জামাল উদ্দিন ও তার সহযোগীরা। জানা গেছে, দীর্ঘদিন যাবত এই এলাকায় একজন জনপ্রতিনিধির সহযোগিতায় মাটি চোর চক্র জামাল উদ্দিন সক্রিয় রয়েছে। দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষিজমিসহ রাস্তার মাটি চুরি করে নিয়ে যাচ্ছে এ চোরচক্র। রাতের আধারে তো আছেই। দিনে দুপুরে বিভিন্ন এলাকার মাটি নিয়ে যাচ্ছে চোরের দল। লোকচক্ষুর সামনেই এসব ঘটলেও দেখার কেউ নেই। এ মাটি চুরিতে ব্যবহৃত হচ্ছে ড্রামট্রাক আর ভেকু। দিনদুপুরে মাটি চুরি করছে দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের শক্তিশালী সিন্ডিকেট। বড় বেতুয়া টু চুরামনি সড়ক এলাকায় চোরাকারবারিরা রাতে ভেকু চালিয়ে মাটি কেটে ট্রাকে করে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন ব্যক্তিগত মালিকানার জমিতে। এসব বিষয়ে জানতে চাইলে দাঁতমারা তারাখোঁ রেঞ্জের দায়িত্বরত বিট কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ বলেন, গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার রাতে বড় বেতুয়া এলাকায় মানুষের চলাচলের রাস্তার মাটি কেটে ৭ টি ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর প্রতিরোধের মূখে মাটি কাটার ভেকু ফেলে ফালিয়ে যায় জামাল উদ্দিন ও তার সহযোগীরা। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। তিনি জামাল উদ্দিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: