Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকহামলায় নিহত ১০

  • আপডেট: ০৬:৪৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • 2492

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে একটি বসতবাড়িতে অতর্কিত বন্দুক হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে এ হামলা চালায় বন্দুকধারীরা। তবে এ হামলা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। নিহতদের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ রয়েছেন। একজন সন্দেহভাজন পুরুষ ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশের সঙ্গে বন্দুকন্দু যুদ্ধে নিহত হন। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন পালিয়ে গেলেও তার পরিচয় জানা গেছে। তাকে খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিট জবার্গ শহরের বাড়িতে বন্দুকধারীরা পরিবারটির ওপর অতর্কিত আক্রমণ করেছিল।

সর্বাধিক পঠিত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব

দক্ষিণ আফ্রিকায় বন্দুকহামলায় নিহত ১০

আপডেট: ০৬:৪৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে একটি বসতবাড়িতে অতর্কিত বন্দুক হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে এ হামলা চালায় বন্দুকধারীরা। তবে এ হামলা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। নিহতদের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ রয়েছেন। একজন সন্দেহভাজন পুরুষ ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশের সঙ্গে বন্দুকন্দু যুদ্ধে নিহত হন। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন পালিয়ে গেলেও তার পরিচয় জানা গেছে। তাকে খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিট জবার্গ শহরের বাড়িতে বন্দুকধারীরা পরিবারটির ওপর অতর্কিত আক্রমণ করেছিল।