সূর্যোদয় প্রতিবেদক : ঢাকা ও কাশিমপুরসহ দেশের পাঁচটি কারাগারের জন্য ১৩০টি কমপ্রিহেনসিভ মোবাইল ফোন জ্যামার কিনবে সরকার। এই কমপ্রিহেনসিভ মোবাইল ফোন জ্যামার কিনবে সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তর ।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তরের পাঁচটি কারাগারের জন্য ১৩০টি মোবাইল ফোন জ্যামার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।অতিরিক্ত সচিব জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নবম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয়-কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগের চারটি, কৃষি মন্ত্রণালয়ের তিনটি, শিল্প মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।
শিরোনাম:
দেশের পাঁচটি কারাগারের জন্য কেনা হচ্ছে ১৩০ মোবাইল জ্যামার
- Reporter Name
- Update Time : ১২:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- 3797
Tag :
সর্বাধিক পঠিত