সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সাড়ে চার ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বঙ্গবাজারের আগুনে পুড়ছে পাশের মহানগর শপিং কমপ্লেক্সে। মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কেটের ভেতর পুড়ে যাচ্ছে শত শত দোকান। মঙ্গলবার (৪ এপ্রিল) মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে। আগুন ভয়াবহ আকার ধারণ করছে। মার্কেটের ভেতর পুড়ছে শত শত দোকান। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যানজট ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকায়। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষাভবন অভিমুখী সড়ক। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।
শিরোনাম:
অগ্নিকাণ্ডের সাড়ে চার ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন
- Reporter Name
- Update Time : ০৫:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- 3556
Tag :
সর্বাধিক পঠিত