Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু

  • আপডেট: ০৮:৫০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • 1554

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে বেড়াতে এসে হোটেল কক্ষে মৃত্যু হয়েছে ভারতীয় পর্যটক কুলাল চন্দ্র সিং (৭৪)। বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকো নামক আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক কুলাল চন্দ্র সিং ভারতের মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৮ মার্চ) পরিবারের সদস্যদের সাথে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।
কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়ার কুলাল চন্দ্র সিং এর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, তারা বুধবার রাতে সবাই বিচে যান। সেখান থেকে তারা তাদের হোটেল কক্ষে অবস্থান করেন। কিন্তু ওই পর্যটক ওয়াশরুমে ঢুকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বের না হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

কাদের গনি চৌধুরী সত্যের মশাল নিয়ে এগিয়ে চলা এক সাংবাদিক নেতা

কক্সবাজারে বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু

আপডেট: ০৮:৫০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে বেড়াতে এসে হোটেল কক্ষে মৃত্যু হয়েছে ভারতীয় পর্যটক কুলাল চন্দ্র সিং (৭৪)। বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকো নামক আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক কুলাল চন্দ্র সিং ভারতের মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৮ মার্চ) পরিবারের সদস্যদের সাথে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।
কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়ার কুলাল চন্দ্র সিং এর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, তারা বুধবার রাতে সবাই বিচে যান। সেখান থেকে তারা তাদের হোটেল কক্ষে অবস্থান করেন। কিন্তু ওই পর্যটক ওয়াশরুমে ঢুকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বের না হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।