Dhaka ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুই জঙ্গি পালানো ঘটনায় সমন্বয়ের অভাব ছিল: র‌্যাব ডিজি

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • 4617

সূর্যোদয় প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সমন্বয়ের অভাব ছিল।
তিনি ২ মার্চ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরো বলেন, দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। সেখানে সমন্বয়ের অভাবও ছিল বলে আমরা মনে করি। তারপরও জঙ্গিরা কোথায় পালিয়ে আছে সে বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে। তবে তারা পালিয়ে থেকে যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রঙ্গণ থেকে মোটরসাইকেলে করে আসা ৪ জঙ্গি পুলিশের চোখে মুখে পেপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতী প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার ২ আসামি মাইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয়

Tag :
সর্বাধিক পঠিত

দুই জঙ্গি পালানো ঘটনায় সমন্বয়ের অভাব ছিল: র‌্যাব ডিজি

Update Time : ০৭:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সমন্বয়ের অভাব ছিল।
তিনি ২ মার্চ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরো বলেন, দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। সেখানে সমন্বয়ের অভাবও ছিল বলে আমরা মনে করি। তারপরও জঙ্গিরা কোথায় পালিয়ে আছে সে বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে। তবে তারা পালিয়ে থেকে যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রঙ্গণ থেকে মোটরসাইকেলে করে আসা ৪ জঙ্গি পুলিশের চোখে মুখে পেপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতী প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার ২ আসামি মাইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয়