০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

  • আপডেট: ০২:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • 26

সূর্যোদয় প্রতিবেদক : ঈদুল আজহার ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। বুধবার (১১ জুন) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রায়েরবাগসহ আশপাশের এলাকায় মানুষের চাপ বাড়তে দেখা গেছে। এবার ঈদের পরে টানা ছুটির কারণে ঈদের দিন এবং পরবর্তী কয়েকদিন রাজধানীমুখী যাত্রীর সংখ্যা কম ছিল। তবে বুধবার (১১ জুন) থেকে সেই চাপ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা।বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মতে, বৃহস্পতি (১২ জুন), শুক্র (১৩ জুন) এবং শনিবার (১৪ জুন) ঢাকায় ফেরার চাপ সবচেয়ে বেশি থাকবে। আগামী রবিবার (১৫ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস ও কলকারখানা খুলে যাবে।যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলো যাত্রীতে ঠাসা। দেখা গেছে, বাস থেকে নামার পর নির্বিঘ্নে রাজধানীর বিভিন্ন এলাকায় যেতে পারছে বেশিরভাগ যাত্রী। ঢাকার ফাঁকা রাস্তায় পর্যাপ্ত সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত যানবাহন, ভাড়াচালিত মোটরসাইকেল বাসস্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করছেন, ঢাকায় তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। গত ৭ জুন সারা দেশে ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। এবারের ঈদে টানা ১০ দিনের ছুটি ছিল। ৫ জুন থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত।

সর্বাধিক পঠিত

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

আপডেট: ০২:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

সূর্যোদয় প্রতিবেদক : ঈদুল আজহার ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। বুধবার (১১ জুন) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রায়েরবাগসহ আশপাশের এলাকায় মানুষের চাপ বাড়তে দেখা গেছে। এবার ঈদের পরে টানা ছুটির কারণে ঈদের দিন এবং পরবর্তী কয়েকদিন রাজধানীমুখী যাত্রীর সংখ্যা কম ছিল। তবে বুধবার (১১ জুন) থেকে সেই চাপ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা।বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মতে, বৃহস্পতি (১২ জুন), শুক্র (১৩ জুন) এবং শনিবার (১৪ জুন) ঢাকায় ফেরার চাপ সবচেয়ে বেশি থাকবে। আগামী রবিবার (১৫ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস ও কলকারখানা খুলে যাবে।যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলো যাত্রীতে ঠাসা। দেখা গেছে, বাস থেকে নামার পর নির্বিঘ্নে রাজধানীর বিভিন্ন এলাকায় যেতে পারছে বেশিরভাগ যাত্রী। ঢাকার ফাঁকা রাস্তায় পর্যাপ্ত সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত যানবাহন, ভাড়াচালিত মোটরসাইকেল বাসস্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করছেন, ঢাকায় তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। গত ৭ জুন সারা দেশে ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। এবারের ঈদে টানা ১০ দিনের ছুটি ছিল। ৫ জুন থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত।