মো. মোতাহার আলী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর রোববার। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি পাঁচ দিন থেকে কমিয়ে একদিন করেছে দলটি। বাকি চারদিনের কর্মসূচির অর্থ বন্যার ত্রাণ তহবিলে খরচ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। কর্মসূচি অনুযায়ী, রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে দলটি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও মহানগর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে বলেও জানান দলের মহাসচিব মির্জা ফখরুল।
১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
আজ ১ সেপ্টেম্বর রোববার বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
-
মো. মোতাহার আলী :
- আপডেট: ০১:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- 153
সর্বাধিক পঠিত