Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা পান্নাকে শ্বাসরোধে হত্যা: ভারতের পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 63

সূর্যোদয় ডেস্ক : ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ গত ২৬ আগস্ট ভারতের মেঘালয়ে পাওয়া যায়। গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেঘালয় পুলিশ এই তথ্য জানিয়েছে। আজ শুক্রবার পুলিশ আরও জানায়, ময়নাতদন্তে তাকে শ্বাসরোধ করে হত্যা করার তথ্য ওঠে এসেছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। তার মৃত্যু নিয়েও পাওয়া যাচ্ছিল নানা খবর। বর্তমানে পান্নার মরদেহ এখন ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যাসহ শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মেঘালয় পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশসূত্র জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায়, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ইসহাক আলী খান পান্না। মেঘালয় পুলিশ জানিয়েছে, ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারিবাগানের মধ্যে আধাপচা একটি মরদেহ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এ ছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালে ঘর্ষণ এবং ক্ষতের চিহ্ন ছিল। মরদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশসূত্র। সূত্র : এনডিটিভি

Tag :
সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ নেতা পান্নাকে শ্বাসরোধে হত্যা: ভারতের পুলিশ

Update Time : ০১:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

সূর্যোদয় ডেস্ক : ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ গত ২৬ আগস্ট ভারতের মেঘালয়ে পাওয়া যায়। গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেঘালয় পুলিশ এই তথ্য জানিয়েছে। আজ শুক্রবার পুলিশ আরও জানায়, ময়নাতদন্তে তাকে শ্বাসরোধ করে হত্যা করার তথ্য ওঠে এসেছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। তার মৃত্যু নিয়েও পাওয়া যাচ্ছিল নানা খবর। বর্তমানে পান্নার মরদেহ এখন ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যাসহ শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মেঘালয় পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশসূত্র জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায়, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ইসহাক আলী খান পান্না। মেঘালয় পুলিশ জানিয়েছে, ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারিবাগানের মধ্যে আধাপচা একটি মরদেহ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এ ছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালে ঘর্ষণ এবং ক্ষতের চিহ্ন ছিল। মরদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশসূত্র। সূত্র : এনডিটিভি