Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের জানমালের ওপর আক্রমণ করা যাবে না: কর্নেল আজিম উল্লাহ বাহার

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • 25

চট্টগ্রাম প্রতিবেদক : ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেছেন, সংখ্যালঘুদের জানমালের ওপর আক্রমণ করা যাবে না। সবাইকে মনে রাখতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায়ে লোকজন আমাদের ভাই। ফলে সবাইকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। গতকাল ৯ আগস্ট শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্ণেল বাহার বলেন, আমাদের তরুণ প্রজম্মের ছাত্ররা স্বৈরাচার খুনি হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছে। আমরা তরুণ প্রজম্মের ছাত্র ও জনতার প্রতি কৃতজ্ঞ। আমরা চাই, তরুণ প্রজম্মকে সাথে নিয়ে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে। ফটিকছড়ি উপজেলা বিএনপি গত ১৬ বছরে অনেক হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। এর আগে ফটিকছড়ি উপজেলার গাউসিয়া মার্কেট এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল শুরু হয়ে বিবিরহাট বাসস্টেশন ও কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতনের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শওকত উল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী, ইদ্রিস মিয়া ইলিয়াছ, সরওয়ার হোসেন, বোরহান মেম্বার, যুবদল নেতা মোর্শেদ হাজারী, মাহমুদুল হাসান দিলু, হাসান চৌধুরী দিপু, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মুন্না, আব্দুল্লাহ আল মামুন, তানভীর চৌধুরী প্রমুখ।

Tag :
সর্বাধিক পঠিত

সংখ্যালঘুদের জানমালের ওপর আক্রমণ করা যাবে না: কর্নেল আজিম উল্লাহ বাহার

Update Time : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

চট্টগ্রাম প্রতিবেদক : ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেছেন, সংখ্যালঘুদের জানমালের ওপর আক্রমণ করা যাবে না। সবাইকে মনে রাখতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায়ে লোকজন আমাদের ভাই। ফলে সবাইকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। গতকাল ৯ আগস্ট শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্ণেল বাহার বলেন, আমাদের তরুণ প্রজম্মের ছাত্ররা স্বৈরাচার খুনি হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছে। আমরা তরুণ প্রজম্মের ছাত্র ও জনতার প্রতি কৃতজ্ঞ। আমরা চাই, তরুণ প্রজম্মকে সাথে নিয়ে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে। ফটিকছড়ি উপজেলা বিএনপি গত ১৬ বছরে অনেক হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। এর আগে ফটিকছড়ি উপজেলার গাউসিয়া মার্কেট এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল শুরু হয়ে বিবিরহাট বাসস্টেশন ও কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতনের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শওকত উল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী, ইদ্রিস মিয়া ইলিয়াছ, সরওয়ার হোসেন, বোরহান মেম্বার, যুবদল নেতা মোর্শেদ হাজারী, মাহমুদুল হাসান দিলু, হাসান চৌধুরী দিপু, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মুন্না, আব্দুল্লাহ আল মামুন, তানভীর চৌধুরী প্রমুখ।