Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গনপিঠুনির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন দাঁতমারার চেয়ারম্যান ও দুই প্যানেল চেয়ারম্যান

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 158

চট্টগ্রাম প্রতিবেদক : বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের অবসান ঘটেছে। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি,মন্ত্রী, মেয়র ও স্থানীয় চেয়ারম্যানসহ তাদের সমর্থকরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম। তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে ইউনিয়নের সাধারণ মানুষকে নির্যাতন, বিএনপি নেতা-কর্মীদের বাড়ীঘর দখল ও হয়রানীর বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার দূর্নীতির মামলা। জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমের পাশাপাশি তার প্যানেল চেয়ারম্যান ইউসূফ মেম্বার ও মোতালেব মেম্বার এলাকায় দীর্ঘদিন ত্রাসের রাজত্ব চালিয়ে এসেছেন। এখন তারা গনপিঠুনিতে মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ও বিএনপি নেতাদের কাছে আশ্রয় খুজছেন। স্থানীয়রা জানান, মোতালেব মেম্বার ছিলেন একজন বাসের হেলপার ও আন্তজেলা ডাকাত দলের সদস্য। চেয়ারম্যান জানে আলম সন্ত্রাসী হিসেবে নিজের আয়েত্তে রাখার জন্য মোতালেবকে বিনা প্রতিন্দ্বন্দিতায় ইউপি সদস্য নির্বাচিত করে ৯ জন ইউপি মেম্বারকে চাপ প্রয়োগ করে প্যানেল চেয়ারম্যান করেন। প্যানেল চেয়ারম্যান হওয়ার পর মোতালেব মেম্বারের ভাগ্যের চাকা ঘুরে যায়। হয়ে যান বাসের হেলপার থেকে দাঁতমারা ইউনিয়ন পরিষদের ৭ নং শান্তিরহাট ওয়ার্ডের জনপ্রতিনিধি। এর পর শুরু হয় সরকারী বাগান দখল, চাঁদার জন্য মানুষের উপর অত্যাচার, দেখে দেখে প্রবাসীদের জিম্মি করে টাকা আদায়। তার এইসকল অত্যাচারে অতিষ্ঠরা তাকে খুজে বেড়াচ্ছেন। জানাগেছে, ৭ নং শান্তিরহাট ওয়ার্ডের মোতালেব মেম্বারের ভয়ে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা। সূত্র জানায়, দাঁতমারার চেয়ারম্যান জানে আলম, প্যানেল চেয়ারম্যান ইউসূফ ও মোতালেব চট্টগ্রাম শহরে আত্মগোপনে আছেন।

Tag :
সর্বাধিক পঠিত

গনপিঠুনির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন দাঁতমারার চেয়ারম্যান ও দুই প্যানেল চেয়ারম্যান

Update Time : ০২:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

চট্টগ্রাম প্রতিবেদক : বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের অবসান ঘটেছে। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি,মন্ত্রী, মেয়র ও স্থানীয় চেয়ারম্যানসহ তাদের সমর্থকরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম। তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে ইউনিয়নের সাধারণ মানুষকে নির্যাতন, বিএনপি নেতা-কর্মীদের বাড়ীঘর দখল ও হয়রানীর বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার দূর্নীতির মামলা। জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমের পাশাপাশি তার প্যানেল চেয়ারম্যান ইউসূফ মেম্বার ও মোতালেব মেম্বার এলাকায় দীর্ঘদিন ত্রাসের রাজত্ব চালিয়ে এসেছেন। এখন তারা গনপিঠুনিতে মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ও বিএনপি নেতাদের কাছে আশ্রয় খুজছেন। স্থানীয়রা জানান, মোতালেব মেম্বার ছিলেন একজন বাসের হেলপার ও আন্তজেলা ডাকাত দলের সদস্য। চেয়ারম্যান জানে আলম সন্ত্রাসী হিসেবে নিজের আয়েত্তে রাখার জন্য মোতালেবকে বিনা প্রতিন্দ্বন্দিতায় ইউপি সদস্য নির্বাচিত করে ৯ জন ইউপি মেম্বারকে চাপ প্রয়োগ করে প্যানেল চেয়ারম্যান করেন। প্যানেল চেয়ারম্যান হওয়ার পর মোতালেব মেম্বারের ভাগ্যের চাকা ঘুরে যায়। হয়ে যান বাসের হেলপার থেকে দাঁতমারা ইউনিয়ন পরিষদের ৭ নং শান্তিরহাট ওয়ার্ডের জনপ্রতিনিধি। এর পর শুরু হয় সরকারী বাগান দখল, চাঁদার জন্য মানুষের উপর অত্যাচার, দেখে দেখে প্রবাসীদের জিম্মি করে টাকা আদায়। তার এইসকল অত্যাচারে অতিষ্ঠরা তাকে খুজে বেড়াচ্ছেন। জানাগেছে, ৭ নং শান্তিরহাট ওয়ার্ডের মোতালেব মেম্বারের ভয়ে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা। সূত্র জানায়, দাঁতমারার চেয়ারম্যান জানে আলম, প্যানেল চেয়ারম্যান ইউসূফ ও মোতালেব চট্টগ্রাম শহরে আত্মগোপনে আছেন।