পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় শীতার্ত মানুষের মাঝে এম এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ২৪ জানুয়ারি বুধবার বিকেলে পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ পূর্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইন্দ্রপুল লবণ শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক ফজলুল হক আল্লাই, পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, পটিয়া পৌরসভার তরুণ আওয়ামী লীগ নেতা নুরুল করিম।
এসময় বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মহান ব্যক্তি এম এ খালেক (চাচা খালেক) নামে ফাউন্ডেশন সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবলীগ দিদারুল আলম দিদারের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা জানান। আলোচনা সভা শেষে অসহায় শীতার্ত ৫০০ লোকের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।