পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামে পটিয়ায় বহুতল মসজিদ নির্মাণে,নির্মাণ সামগ্রী হিসাবে আইয়ুব -সুলতানা ফাউন্ডেশনের পক্ষ থেকে লোহার রড দিলেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আইয়ুব বাবুল।
পৌরসভার দক্ষিণ গোবিন্দার রহমতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের ছাঁদ ঢালাইয়ের জন্য তিনি গতকাল ২২ জানুয়ারি সোমবার এই লোহার রড অনুদান হিসাবে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব আবুল কাশেম নুরী, মোহাম্মদ দিদারুল আলম,আবদুল আলিম, শওকত আকবর মুন্না, ইকবাল হোসেন, আবদুল আজিজ, ইউসুফ, নাছির মুন্না, শফিকুল আলম, সাইফুল ইসলাম, শাপলা কুঁড়ির আসর পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী আবুল কাশেম সহ প্রমূখ। এসময় মেয়র আইয়ুব বাবুল মসজিদটি নির্মাণে সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।